বাউরি জাতি বিকাশ সংঘের ব্লাড ডোনেশন ক্যাম্প
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি ঃ বারাবনি ব্লকের অন্তর্গত আজ পাঁচগাছিয়া পশ্চিমবঙ্গ বাউরি জাতি বিকাশ সংঘের অনুপ্রেরণায় একটি ব্লাড ডোনেশন ক্যাম্প প্রায়ই 26t রক্তদাতা রক্ত নিজের প্রদান করেন এর সঙ্গে ওই জায়গায় ভীমরাও আম্বেদকর এর একটি আবক্ষ মূর্তি বসানো হয় উপস্থিত ছিলেন বরুণ বাউরী রাজ্য কয়টি নেটার পশ্চিমবঙ্গ এছাড়াও উপস্থিত ছিলেন নন্দলাল বাউরীপবিত্র বাউরী, অজিত বাউরী, আশিস বাউরী, এবং দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান দু’দিনব্যাপী অনুষ্ঠান।



