ASANSOLBengali News

আসানসোলে দুর্ঘটনার পর ভাঙচুরের ঘটনায় ৭ জন গ্রেপ্তার, জামিন নাকচ

বেঙ্গল মিরর, আসানসোল, দীপ সেন : আসানসোল দক্ষিণ থানার অধীন উষাগ্রামে দুর্ঘটনার উত্তেজনাময় পরিস্থিতিতে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৭ জনের জামিন মিলল না। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হওয়া সাতজনকে আসানসোল আদালতে তোলা হয় শুক্রবার। যেখানে জামিন না দিয়ে তাদেরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি লোকজনকে আটক করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে।

উল্লেখ্য, আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডের উষাগ্রামে পুলিশের গাড়ির সঙ্গে এক ব্যক্তিকে ধাক্কা দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা গাড়ি ভাংচুর করে। লোকজনের অভিযোগ, ঘটনার পরও পুলিশ আসেনি। পুলিশ দেরিতে আসার পর লোকজনের সঙ্গে তুমুল তর্কাতর্কি হয়, পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে।

স্থানীয় লোকজন জানান, আসানসোল থেকে আসা বোলেরোটি বাইক আরোহীকে ধাক্কা মারে এবং তাকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলে ভিড় জমে যায়। লোকজন আহত যুবককে হাসপাতালে পাঠায়। আহত যুবকের নাম ৩০ বছর বয়সী রাহুল চৌরাসিয়া, যিনি ডামরার বাসিন্দা। পরে উত্তেজিত জনতা গাড়ি ভাংচুর করে।

আসানসোলে পুলিশের গাড়ির ধাক্কায় আহত বাইক চালক, ভাঙচুর, লাঠিচার্জ, রনক্ষেত্র এলাকা

Leave a Reply