বেসরকারী মোবাইল সংস্থাগুলির বেপরোয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল কাজল মিত্র :- আসানসোল এর কোর্ট মোড় ঘন্টা ঘড়ির কাছে, SUCI-এর ছাত্র সংগঠন ডিএসও এবং যুব সংগঠন ডিওয়াইও এর তরফে বেসরকারী মোবাইল সংস্থাগুলির বেপরোয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমন্ত মালিক, নটিস বোস, সুজয় সেট, শঙ্খ কর্মকার, সুন্দর বাউরি, সন্তোষ মুদি, অবিনাশ টুডু, বামা মাহতো, সুব্রত ব্যানার্জি প্রমুখ।
বিক্ষোভ চলাকালে উভয় সংগঠনের নেতারা কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। তারা বলেন, করোনার সময়ে যখন শিক্ষার্থীদের অনলাইনে পড়তে হয়। এমতাবস্থায় বর্ধিত হারে সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা। তারা বলেছে যে TRAI, একটি কেন্দ্রীয় সরকারী সংস্থা,সমস্ত মোবাইল কোম্পানির রেট নিয়ন্ত্রণ করে।এমন পরিস্থিতিতে এই বেসরকারি সংস্থাগুলির স্বেচ্ছাচারিতাকে উপেক্ষা করতে পারে না কেন্দ্রীয় সরকার। এই নেতারা বলেন, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না।