আসানসোলে সুগম পার্কে ফ্ল্যাটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন, পরিদর্শনে পুর প্রশাসক
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ২১ ডিসেম্বরঃ আসানসোল উত্তর থানার কল্যানপুর স্যাটেলাইট টাউনশিপ এলাকার সুগম পার্কের একটি টাওয়ারের চারতলার একটা বন্ধ ফ্ল্যাটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যার এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়ের ঐ পার্কের একাধিক টাওয়ারে থাকা শতাধিক বাসিন্দা।যে টাওয়ারে আগুন লাগে সেখানে বিভিন্ন ফ্ল্যাটে থাকা বাসিন্দারা আটকে পড়েন। অন্য টাওয়ারের বাসিন্দারা পুলিশ ও দমকলকর্মীদের সাহায্য তাদেরকে বাইরে বার করে আনেন। তবে আগুনে কেউ জখম হননি। তবে বেশ কয়েকজন একটু অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়।
খবর পেয়ে আসে আসানসোল উত্তর থানার পুলিশ। পরে আসে আসানসোল দমকলের একটি ইঞ্জিন। কিন্তু আগুন আয়ত্বে না আসায়, আনা হয় আরো একটি ইঞ্জিন। খবর পেয়ে আসেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। যে ফ্ল্যাটে আগুন লাগে তার মালিকের নাম হলো দিলীপ আগওয়াল। তিনি সেই সময় ফ্ল্যাটে ছিলেন না। তার স্ত্রী ফ্ল্যাটে তালা লাগিয়ে পাশে এক আত্মীয়ের বাড়িতে গেছিলেন। এক প্রতিবেশীর ফোন পেয়ে দিলীপবাবু দৌড়ে আসেন।
ঘটনার সম্পর্কে সুগম পার্কের বাসিন্দা তথা কমিটির সভাপতি সুজাদ হুসেন বলেন, একটি টাওয়ারের চারতলার একটা বন্ধ ফ্ল্যাটে হঠাৎ আগুন লেগে যায় এদিন সন্ধ্যা নাগাদ। সেই আগুন চারতলার সর্বত্র ছড়িয়ে পড়ে। দমকলের একটা ইঞ্জিন প্রথমে আসে। পরে আরো একটা ইঞ্জিন এসে আগুন নেভাবার চেষ্টা করে। চারতলার অন্যান্য বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। সুজাদ হুসেন আরো অভিযোগ করে বলেন, সুগম পার্কের মধ্যে ২৭ টা টাওয়ার থাকলেও কোন ইউনিটে অগ্নি নিরোধক যন্ত্র আপাততঃ নেই। তা না থাকাতে আগুন আরো ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে দমকল কর্মীরা বন্ধ ফ্ল্যাটের কাঁচের জানলা ভেঙে আগুন লাগাবার চেষ্টা করেন। শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে বলে জানান সুজাদ হুসেন।
দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শটসার্কিট থেকে সম্ভবত এই আগুন লেগেছে। তবে তদন্ত করার পরই আগুন লাগার কারণ তারা সঠিকভাবে বলতে পারবেন। এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর নেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তম ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ। জেলাশাসক বলেন আগুন লাগার খবর পেয়ে দমকল বিভাগকে তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত রকম ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, পুর প্রশাসক বলেন, এখানে আগুন লাগার খবর পেয়েই আমি আসি। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন। কোন হতাহতের খবর নেই। এই পার্কের টাওয়ারগুলিতে ঠিক মতো অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকার বাসিন্দাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, খোঁজ নিয়ে দেখবো।