ASANSOLBengali News

রাজ্যে ১৪ ইন্সপেক্টর রদবদল, কুলটি-রানিগঞ্জ-কাঁকসা নতুন ওসি পেল

বেঙ্গল মিরর, দীপ সেন :রাজ্যে ১৪ ইন্সপেক্টর রদবদল, কুলটি-রানিগঞ্জে নতুন ওসি। রাজ্য পুলিশে, ইন্সপেক্টর পদমর্যাদার ১৪ জন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটও রদবদল করা হয়েছে। কাঁকসাতে ওসি করা হয়েছে সুব্রত ঘোষকে, কুলটিতে কৃষ্ণেন্দু দত্ত এবং রানিগঞ্জে সুদীপ দাশগুপ্তকে ওসি করা হয়েছে।

তালিকা দেখুন

Leave a Reply