BJP BENGAL ৪২ টি জেলা সভাপতির নাম ঘোষণা
বেঙ্গল মিরর, দেব চট্টোপাধ্যায় : BJP BENGAL এ 42 জেলার সভাপতির নাম ঘোষণা করল। ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির পুনর্গঠনের পরে, এখন জেলা সভাপতিদেরও নাম ঘোষণা করা হয়েছে। রাজ্যের 42টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নিয়োগ নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তালিকা প্রকাশ করেছেন। এতে কর্মীরা উৎসাহিত হয়ে গেছে পুরসভা ভোটের সামনে।।



দেখুন তালিকা
