মাইথনে মদ্যপান এর অভিযোগে গ্রেফতার ২৫
বেঙ্গল মিরর, কাজল মিত্র : বড়দিনে মাইথনে পর্যটকরা আসতে শুরু করেছেন, মাইথনে দূর-দূরান্ত থেকে পর্যটকদের ভিড়। আর শান্তি বজায় রাখতে পুলিশ কড়া নজরদারি করছে। যেখানে মদ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এসিপি সুকান্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পিকনিক স্পট থেকে মদের নেশায় প্রায় ২৫ জনকে গ্রেফতার করা হয়।




সেই সঙ্গে মাইথনে আসা চালকদের গাড়ি তল্লাশি করে দু-চাকার গাড়ি থামিয়ে হেলমেট পরার জন্য সতর্ক করা হচ্ছে।ডিজে ইত্যাদি নিষিদ্ধ করার পাশাপাশি পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। থার্মোকলের গ্লাসেও রয়েছে নিষেধাজ্ঞা।