ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

মাইথনে পিকনিক করতে যাবেন, তার আগে পড়ুন এই খবর

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লক সহ পশ্চিম বর্ধমান জেলার ভ্রমনার্থি দের জন্য একমাত্র পর্যটন কেন্দ্র মাইথন পর্যটন কেন্দ্র ।আর তাই শীতের আমেজ পড়তেই মাইথনে পর্যটক আসা শুরু হয়েগেছে ।তবে মাইথনের সমস্ত এলাকাটি দেখাশোনার দায়িত্বে রয়েছে সালানপুর পঞ্চায়েত সমিতির হাতে ।তাই এই পিকনিক স্পটে পিকনিক করতে আসা পর্যটকদের জন্য সুযোগ সুবিধা থেকে অসুবিধার দিকটিও দেখার দায়িত্বে রয়েছে এই পঞ্চায়েত সমিতির হাতেই ।

যারফলে প্রতি বছরের ন্যায় এবছরও পঞ্চায়েত সমিতির তরফে টেন্ডারের মধ্যদিয়ে মাইথন পর্যটন কেন্দ্র কে পরিষ্কার পরিচ্ছন্ন সহ আগত ভ্রমনার্থি দের সুযোগ সুবিধা দেখার জন্যে টেন্ডারের মধ্যে দিয়ে বিশেষ দায়িত্ব ভার দেওয়া হইছে এলাকারই বাসিন্দাদের ।আর যার জন্য পঞ্চায়েত সমিতির তরফে আগত পর্যটকদের পিকনিক স্পটে আসা গাড়ির জন্য নির্দিষ্ট পার্কিং ফি ধার্য করেছে ব্লক প্রশাসন।সেগুলি হল বড় বাসের ক্ষেত্রে ২৫০ টাকা , মিনি বাস , ম্যাটাডোর , ট্রাক্টরের ক্ষেত্রে ২০০ টাকা এবং ছোট চার চাকার গাড়ি , রিজার্ভ অটোর ক্ষেত্রে ১২০ টাকা।তাছাড়া এই মাইথন পর্যটন কেন্দ্র মাইথন সহ ব্লকের সমস্ত পিকনিক স্পটে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে একই সাথে তামাক গুটকা ইত্যাদি নেশার দ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অতিরিক্ত জোর দেওয়া হয়েছে ডিজে বন্ধের ব্যাপারে।ডিজে বাজেয়াপ্ত করে জরিমানা আদায় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে ।ব্লক প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে মাইথনে পিকনিক করতে আসা সমস্ত মানুষজন বিকেল চারটের মধ্যে যেন পিকনিক স্পট ছেড়ে বেরিয়ে আসেন । এছাড়াও যত্রতত্র গাড়ির পার্কিং না করার নির্দেশ দিয়ে বলা হয়েছে মাইথনে দিয়া লজের সামনে,মাইথন হোটেলের সামনে এবং নির্দিষ্ট স্পটে গাড়ি পার্কিং করা যাবে।

এবিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি জানিয়েছেন যাতে করে পিকনিক স্পটে কোনরকম প্লাস্টিকের ব্যবহার না হয় তার জন্য অত্যন্ত কঠোর নির্দেশ জারি করা হয়েছে ।এরই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে লাইফ জ্যাকেট ছাড়া বোটিং করা যাবে না।জলের মধ্যে নোংরা ফেলা চলবেনা এবং শোলার থালা বাটি গ্লাস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ । নিরাপত্তার স্বার্থে বোটিং করার সময় সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে ।প্রশাসন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এইসব নিয়ম বিধি লংঘন করলে ৫০০ টাকা জরিমানা এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply