AMC POLLASANSOL

কোপে পড়লেন পুর প্রশাসক সহ একাধিক বিদায়ী কাউন্সিলর, কাল থেকেই নমিনেশন

আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত ৫০

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৭ ডিসেম্বরঃ রাজ্যের অন্য তিনটি ( শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগর) তিনটি পুরনিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে আগামী ২২ জানুয়ারি ভোট হবে। এই ১০৬ টি ওয়ার্ডের মধ্যে ৫০ টি ওয়ার্ড সংরক্ষিত হয়েছে এবারের পুর নির্বাচনের জন্য। যার মধ্যে ৩৬ টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এই ৩৬টি ওয়ার্ডের মধ্যে ৬ টি এসসি ও ২ টি এসটি মহিলা প্রার্থীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে বলে জানা গেছে।

৩৬ টি ওয়ার্ড হলো ২, ৫, ৭ ( এসসি), ৯ (এসসি), ১০, ১৩, ১৬, ২১, ২৪, ২৭, ৩০( এসসি), ৩১, ৩৫, ৩৮(এসটি), ৪০, ৪৩, ৪৬, ৪৯, ৫২, ৫৬, ৬০, ৬২( এসসি), ৬৪, ৬৭, ৭১, ৭৩ ( এসসি), ৭৬, ৭৯, ৮২, ৮৫, ৮৮, ৯২, ৯৫(এসসি), ৯৮, ১০১( এসটি) ও ১০৫। বাকি ১৪ টি ওয়ার্ডের মধ্যে ১২ এসসি বা তফসিল জাতি ও ২ টি এসটি বা তফসিল উপজাতিদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এই ১৪ টি ওয়ার্ড হলো ১৭, ১৯, ৩২, ৩৬, ৫৪, ৫৭,৭০,৭২, ৯০, ৯৬, ১০৩, ১০৪ (এসসি) এবং ৯৪ ও ৯৯ ( এসটি)।


এদিকে, এবারের নির্বাচনে সংরক্ষিত হওয়ায় নিজেদের পুরনো বা গতবার জিতে আসা ওয়ার্ডে লড়াই করতে পারবেন না তৃনমুল কংগ্রেস সহ অন্যদলের হেভিওয়েটরা। তার মধ্যে অন্যতম হলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় (৩০)। এছাড়াও রয়েছেন প্রাক্তন মেয়র পারিষদ জামুড়িয়ার পূর্ণশশী রায় (৩২), রানিগঞ্জের কাঞ্চন তেওয়ারি (৩৬), আসানসোলের ওয়াসিমুল হক (২৪), কুলটির প্রেমনাথ সাউ ( ৭০), ইন্দ্রানী আচার্য ( ১০৪), অভিজিৎ আচার্য (১০৫) ও বার্ণপুরের ধর্মদাস মাজি ( ৯৪)।


আসানসোলের মহকুমাশাসক অভিজ্ঞান পাঁজা পদাধিকারবলে আসানসোল পুরনিগম নির্বাচনের এমআরও বা মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার।
সোমবার তিনি বলেন, ওয়ার্ড সংরক্ষণের তালিকার ইতিমধ্যেই গেজেট নোটিফিকেশন করা হয়েছে। মঙ্গলবার থেকেই প্রার্থী হতে যারা ইচ্ছুক তারা আসানসোলে জিটি রোডের সেন্ট জোসেফ হাইস্কুল থেকে নমিনেশন পেপার বা মনোনয়ন পত্র তুলতে ও জমা দিতে পারবেন। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত তা হবে। ৪ জানুয়ারি জমা হওয়া মনোনয়ন পত্র পরীক্ষা বা স্ক্রটিনি করা হবে। ৬ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। সেদিন বিকেলের পরে ১০৬ টি ওয়ার্ডের প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে।


জানা গেছে, আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৪২ হাজার ৮৮ জন। মোট পোলিং সেন্টার বা ভোট গ্রহণ কেন্দ্র ( বুথ) হলো ১০২০টি। এছাড়াও ১৪৯ টি অতিরিক্ত বা অক্সিলারি বুথ থাকবে। চলতি বছরের নভেম্বর মাসে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিলো, তার ভিত্তিতেই পুর নির্বাচন হবে। বলা যেতে পারে, এই ভোটার তালিকায় যাদের নাম আছে, তারাই ভোট দিতে পারবেন


মহকুমাশাসক জানান, হুগলি জেলা থেকে আসানসোল পুরনিগম নির্বাচনের জন্য ১৬০০ ইভিএম আনা হচ্ছে। মঙ্গলবারই সেই ইভিএম চলে আসবে ও সেগুলি আসানসোলের ধাদকা পলিটেকনিক কলেজের স্ট্রংরুমে রাখা হবে। আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের জন্য ৩৭ জন এএমআরও বা সহকারী মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার থাকবেন। তাদের নামের তালিকা রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে ভোট গণনা কেন্দ্র কোথায় হবে, তা এখন ঠিক হয়নি। মহকুমাশাসক বলেন, আলোচনা করা হচ্ছে। এক বা দুদিনের মধ্যেই তা চূড়ান্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *