বিদ্যুৎ বিভাগের কর্মীদের মারধর করার অভিযোগ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, পাণ্ডবেশ্বর : সোমবার পাণ্ডবেশ্বর এ বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে হঠাৎই একদল এলাকাবাসী চড়াও হয়ে মারধর করলো বিদ্যুৎ বিভাগের কর্মীদের। এদিন বেলা 11 টা নাগাদ স্থানীয় কিছু ব্যক্তি এসে বিদ্যুৎ বিভাগের কর্মীদের উপর অতর্কিতে চড়াও হয়ে মারধর করে বলেই অভিযোগ ।
এদিনের এই মারধরের ঘটনায় ওই বিদ্যুৎ দপ্তর এর 4 জন কর্মচারী আহত হয়েছে বলে জানা গেছে। এদিনের এই মারধরের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে এসে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ তারাই এদিন মধ্যস্থতা করে স্বাভাবিক করে পরিস্থিতি। এদিনের এই মারধরের ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবারের এই ঘটনাকে ঘিরে উত্তেজনাময় পরিস্থিতি থাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সোমবারের এই মারধরের ঘটনার প্রেক্ষিতে পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।