আসানসোল উৎসব পিছিয়ে গেল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ASANSOL UTSAV আসানসোল উৎসবের প্রস্তুতি জোর কদমে চলছিল। রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আগামী ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আসানসোল উৎসব আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আসানসোল পুরনিগমের ভোট এর কারণ উৎসব পিছিয়ে গেল।
আসানসোল উৎসবের আয়োজন এবার ১১ই ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত হবে।আসানসোল উৎসবে মোট ৯৬ টি স্টল ইতিমধ্যেই বুক হয়ে গিয়েছে। প্রয়োজনে স্টলের সংখ্যা বাড়ানো হতে পারে। কোভিড বিধি মেনেই অনুষ্ঠান হবে এবং কোভিড সংক্রান্ত সমস্ত কিছুর দিকে বিশেষ নজর দেওয়া হবে।