বাড়ির তালা কেটে লুটপাট, এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আবারও চুরি, ঘটনা টি রূপনারায়নপুর ফাঁড়ির অন্তর্গত আছড়া গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপল্লীর স্বপন মাজির বাড়ির ঘটনা।জানা যায় গতকাল সন্ধ্যায় স্বপন মাজি ও তার বাড়ির পরিবারের সদস্যরা ভগবানের নাম করতে রূপনারায়নপুর গিয়েছিল সন্ধ্যা সাতটা নাগাদ।এরপর প্রায় দশ টা নাগাদ বাড়ি ফিরে দেখেন দরজার তালা কেটে ঘরে লুটপাট চলেছে।স্বপন বাবু বলেন ঘরে প্রায় দশ ভরি সোনার গয়না, ও নগদ 20হাজার টাকা ছিল,তা সবই নিয়ে গেছে।পরে পুলিশে খবর দেওয়া হয়।সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ আসে এবং তদন্ত শুরু করে।
কয়েকদিন আগে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ একটি চোরের দলকে ধরে ,তারপর থেকে এলাকায় চুরি ডাকাতি বন্ধ হয়েছিল।কিন্তু গতকালের ঘটনায় পুলিশের কপালে আবারো চিন্তার ভাঁজ পরলো।সাধারণ মানুষ বলছে পুলিশের কাছে এটা বড় চ্যালেঞ্জ।এই ভরা সন্ধ্যায় চুরি এলাকায় মানুষের মনে ভয়ের সঞ্চার করছে।সাধারণ মানুষ বলছে, পুলিশ থাকতেও কি আর সামান্য দোকানেও যেতে পারবোনা ঘর বন্ধ করে? সাধারণ মানুষের এই প্রশ্নটা কিন্তু পুলিশের অবস্থান কে প্রশ্ন চিহ্নের মধ্যে রেখেদিয়েছে।এবার দেখার পুলিশ এই চ্যালেঞ্জ কে কিভাবে নেবে।