RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ এবং সংলগ্ন এলাকায় পথ কুকুরদের প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচাতে ভয়েসলেসের উদ্যোগ

বেঙ্গল মিরর, আসানসোল : রানীগঞ্জ এবং সংলগ্ন এলাকায় পথ কুকুরদের ও তাদের সন্তানদের শীতে প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচাতে মঙ্গলবার রাতে স্থানীয় ভয়েসলেস নামে একটি পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে ওদের জন্য গদি বিতরণ করা হয়। কিন্তু আচমকা ভয়ঙ্কর বৃষ্টির আশায় মাঝরাত্রে কাজটা স্থগিত করা হয়।তবু তারই মধ্যে প্রায় ১১ টি জায়গায় তারা ৭০ টি আলাদা আলাদা সেল্টারে বা রাস্তার ধারে কুকুরদের ঐ গদিগুলো দিয়ে শোয়ার বন্দোবস্ত করেছে। একটি জায়গায় যেখানে বৃষ্টিতে সদ্যোজাত চারটি কুকুরের বাচ্চা ছিল সেখানে তারা তাদের গা মুছিয়ে এবং একটি প্লাস্টিকের ছাউনির মত করে  ওই গদিতে শুইয়ে দেয়। এরপর বৃষ্টি থামলে রানীগঞ্জের সি আর রোডে গিয়ে দেখে যে তারা প্রায় দশটি কুকুরের জন্য যেগদিগুলো দিয়ে ছিল সেগুলো কে বা কারা নিয়ে চলে গেছে। 

ভয়েসলেসের পক্ষে সৌরভ মুখার্জি ক্ষোভ প্রকাশ করে বলেন কোন ধরনের মানসিকতার মানুষ আছে আমরা ভেবে উঠতে পারিনা। তিনি বলেন বৃহস্পতিবার রাত্রে আমরা আবার বের হব এবং বাকি জায়গাগুলোতে এই গদিগুলি আমরা পৌছে দেবো ।এই সংস্থাটি প্রতিদিন রানীগঞ্জের ১৪৫ টি কুকুর এবং তাদের সন্তানদের খাবার ব্যবস্থা করেছে দীর্ঘদিন ধরে বলে জানিয়েছেন সংস্থার প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *