BARABANI-SALANPUR-CHITTARANJANSPORTS

ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কালী পাথর নবজীবন সেবা সংস্থার তরফে প্রতিবছরের ন্যায় এবছরও বড়দিন উপলক্ষে যুবক ও শিশুদের মধ্যে প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে শালোন কাপের করেন। এদিন এই সেবা সমিতির তরফে বৃহস্পতিবার মিলন সংঘের সাথে ফুটবল প্রতিযোগিতার সাথে বড়দিনের সমাবেশে ,কম্বল বিতরণ এবং 1500 গ্রামবাসীকে খাবারের আয়োজন করেন।ফুটবলে মহিলা ও পুরুষ উভয় দলের খেলা হয় যারমধ্যে পুরুদের খেলায় সিধাবাড়ী সবুজ সংঘ ক্লাব হোদলা জুনিয়রকে হারিয়েছে।

যেখানে মেয়েদের ফুটবল খেলায়, খুদিকার দল মিহিজাম কেএনএসএসকে হারিয়ে শালোন কাপ 2021 জিতেছে। বিজয়ীদের পুরস্কৃত করেন জেলা পরিষদের সদস্য এমডি আরমান, সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিংহ,সংস্থার সভাপতি মধুসূদন মন্ডল, সহ-সভাপতি সুব্রত দাস, কোষাধ্যক্ষ সোহান লাল প্রমুখ।এ উপলক্ষে কেএন এসএস-এর শিশুরা বড়দিনের সমাবেশে অসাধারণ নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।এই অনুষ্ঠানে সংস্থার সম্পাদক অবধেশ ঠাকুর বলজিৎ পাল,শানু রামস্টেড, ললিত দাস, সুভাষ দাস, বীরেন মুর্মু, সলিল সিনহা সহ আশপাশের কয়েকশ যুবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *