LatestWest Bengal

KOLKATA POLICE CP হলেন বিনীত গোয়েল, বেশ কিছু জেলার SP বদল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
কলকাতা পুলিশের সিপি হয়েছেন বিনীত গোয়েল, বদলেছেন বহু জেলার এসপি। রাজ্য পুলিশ সিনিয়র পুলিশ অফিসারদের রদবদল করেছে। কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র আইপিএস বিনীত গোয়েল। এছাড়াও সাতজন আইপিএস অফিসাকে বিভিন্ন দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে।

Kolkata Police CP

देखें पुलिस अधिकारियों की सूची

Leave a Reply