AMC POLLASANSOL

আসানসোলে শেষ দিনে হেভিওয়েট প্রার্থীরা জমা দিলেন মনোনয়ন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়/ কাজল মিত্র, আসানসোল, ৩ জানুয়ারিঃ আসনসোল পৌরসভার  নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন  জমাকরার সোমবার ছিলো শেষ দিন, এদিন বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা জমা দিলেন মনোনয়ন, শেষ দিনে নজরে ছিল আসনসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্য়ায়, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জেলা সভাপতি প্রাক্তন মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, বিবি কলেজের অধ্য়ক্ষ ড. অমিতাভ বসু, প্রাক্তন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সদ্য তৃণমূলে যোগ দেওয়া ইন্দ্রানী মিশ্র, তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের রাজ্য নেতা অশোক রুদ্র, অবলুপ্ত হয়ে যাওয়া কুলটি পুরসভার চেয়ারম্যান ও বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়া ছিলো নজরের মধ্যে। এছাড়াও ছিলো নির্দল হয়ে মনোনয়ন পত্র জমা কয়েকজনের দিকে।

 তাদের মধ্যে ছিলেন তৃনমুল কংগ্রেসের নেতা প্রাক্তন মেয়র পারিষদ মীর হাসিম, প্রাক্তন বোরো চেয়ারম্যান গোলাম সরবর। একইভাবে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালি তেওয়ারির মনোনয়ন জমা দেওয়া ।
আসানসোল পৌর কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী অমরনাথ চ্যাটার্জি আজ আসানসোলের জিটি রোডের পাশে অবস্থিত মহাবীর মন্দিরে পৌঁছান।সেখানে তিনি পূজা অর্চনা করেন আশীর্বাদ নেন। তার মনোনয়ন জমা দিতে পায়ে হেঁটে সেন্ট জোসেফ স্কুলে যান। মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথাবলে তিনি জানান গত কয়েক বছরে সর্বস্তরের জনগণের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন তাতে তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

অন্যদিকে, আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের 106 টি ওয়ার্ডের টিএমসি আহ্বায়ক ভি শিবদাসন দাসুও আসন্ন নির্বাচনে টিএমসির বিজয়ে আস্থা প্রকাশ করেছেন।  এদিন মনোনয়ন কেন্দ্রের ভেতরে একদিকে নেতৃত্বে ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। আরেক দিকে ছিলেন প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাদের উপস্থিতিতে মনোনয়ন জমা দিলেন দুই দলের প্রার্থীরা। মন্ত্রী বলেন, তৃনমুল কংগ্রেস ১০৬ টি ওয়ার্ডেই জিতবে। জিতেন্দ্র তেওয়ারি দাবি, মানুষ ভোট দিতে পারলে, রেজাল্ট অন্য রকম হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *