AMC POLLASANSOL

পুরভোটের প্রচার : রোডশো, পদযাত্রা নয়, ডোর টু ডোর প্রচারে থাকবেন মাত্র ৫, পড়ুন কী কী নির্দেশ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : Municipal Election পুরভোটের প্রচার : রোডশো, পদযাত্রা নয়, ডোর টু ডোর প্রচারে থাকবেন মাত্র ৫, পড়ুন কী কী নির্দেশ আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন সহ চারটি পৌর নিগমের নির্বাচন হবে ২২ জানুয়ারি। কিন্তু করোনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য কিছু নির্দেশ জারি করেছে।

Municipal Election में

♦ কোন রোড শো কিংবা পদযাত্রা নয়। গত পুরসভায় ৪টে পর্যন্ত রোড শো ছিল। এবার গাড়ি, বাইক র‍্যালি সব বাদ। এক্ষেত্রে আগে অনুমতি নেওয়া থাকলেও রোড শো বাতিল করতে হবে।
♦ প্রতি পুরসভায় নোডাল হেলথ অফিসার নিয়োগ করা হবে।
♦ প্রার্থী, কাউন্টিং এজেন্ট, পোলিং অফিসার- সকলেরই ডবল বা সিঙ্গল ভ্যাকসিন নেওয়া থাকতে হবে।
বাড়িতে প্রচারে প্রার্থী-সহ পাঁচের বেশি অনুমতি নেই।
♦ খোলা মাঠে মিটিং ৫০০-র বেশি জনসমাগম নয়। প্রবেশ ও প্রস্থানের আলাদা গেট।
♦ অডিটোরিয়াম হলে ২০০ জন সর্বাধিক। কিংবা আসন সংখ্যার অর্ধেক অনুমতি পাবেন।
♦ প্রচারের সময় কমানো হয়েছে। সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার।
♦ সাইলেন্স জোন বাড়িয়ে হচ্ছে ৭২ ঘণ্টা।

বিধিনিষেধের মধ্যে পুরভোটের প্রচার কীভাবে হবে? তা নিয়ে সচেতন ছিলেন বিশ্লেষকরা। ২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর আসানসোল ও চন্দননগর পুরসভায় ভোট। এই পরিস্থিতিতে কীভাবে ভোটের প্রচার চলবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। কারণ প্রার্থী তালিকা ঘোষণা হতেই রাজ্যে বাড়ছে ভোটের উত্তাপ। চার কর্পোরেশনের ভোট প্রচারেই দেখা যাচ্ছে কোভিড বিধি ভঙ্গের অভিযোগ।

দেখা গিয়েছে, কোথাও মাস্ক ছাড়াই প্রচারে বেরিয়েছেন প্রার্থী। পদযাত্রায় দূরত্ব বিধি উঠেছে শিকেয়। দেখা গিয়েছে , যে কোনও দলের কর্মীদের অধিকাংশেরই মুখে মাস্ক নেই। মনোনয়নপত্র জমা দিতে যাঁরা গিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও দেখা গিয়েছে বিধি ভঙ্গের অভিযোগ। শিলিগুড়ি, আসানসোল-সর্বত্রই একই ছবি।

Leave a Reply