AMC POLLASANSOL

আসানসোল পুরনিগম নির্বাচন : পুর বোর্ড দখলে আসছে দাবি বিজেপির, আগাম পরিকল্পনার ঘোষণা, অভিজিৎ ঘটকের কটাক্ষ দ্বিতীয় স্থানেও বিজেপি থাকতে পারবে না

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৫ জানুয়ারিঃ আসানসোল পুরনিগমের নির্বাচন আগামী ২২ জানুয়ারি। বৃহস্পতিবার সেই নির্বাচনের জন্য মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ঠিক তার একদিন আগে বুধবার আসানসোল পুরনিগম নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গড়বে বিজেপি। দলীয় সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে বলে দাবি করলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।


এদিন আসানসোলের ২ নং জাতীয় সড়ক লাগোয়া বিজেপির পার্টি অফিসে বিজেপির জেলা সভাপতি দিলীপ দে, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার ও আসানসোল পুর নির্বাচনের দায়িত্ব থাকা বিদ্যাসাগর চক্রবর্তীকে সঙ্গে নিয়ে জিতেন্দ্র তেওয়ারি এমনই দাবি করেন।


তিনি বলেন, বিজেপি ” কমফোর্টেবলি ” বিজেপি আসানসোল পুরনিগম বোর্ড দখল করবে। সেই বোর্ড গঠনের পরেই মানুষজনের সমস্যা শুনে সমাধানের লক্ষ্যে ” কাউন্সিলার আপনার দ্বারে ” ও ” মেয়র আপনার পাড়ায় ” এই দুটি কর্মসূচি শুরু করা হবে। যেদিন কাউন্সিলর ও মেয়র শপথ নেবেন, সেদিন থেকেই এই কর্মসূচি শুরু করে দেওয়া হবে। প্রতিট ওয়ার্ডের জন্য একটা করে ফোন নম্বর দেওয়া হবে। সেই নম্বরে ঐ ওয়ার্ডে যেকোন বাসিন্দা ফোন করে তার সমস্যার কথা জানাবেন। ৭২ ঘন্টার মধ্যেই সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে। এছাড়াও প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের সমস্যার দ্রুত নিরসনে বিজেপির বোর্ড প্রতি ওয়ার্ডে একজন করে নোডাল অফিসার নিয়োগ করবে। সেই অফিসারের মাসিক বেতন বা সাম্মানিক আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। নোডাল অফিসারকে ২১ হাজার ৫০০ টাকা বেতন পুরনিগম থেকে দেওয়া হবে বলে এদিন দাবি করেন জিতেন্দ্র তেওয়ারি।


পুরভোটের আগে বিজেপির এই ঘোষণাকে কটাক্ষ করেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটক। তিনি বলেন, স্বপ্ন দেখা ভালো। কিন্তু দিবা স্বপ্ন দেখছেন জিতেন্দ্র তেওয়ারি। বিধানসভা ভোটের আগে তো বিজেপি তাদের সমীক্ষায় সরকার গঠন করে ফেলেছিল। ২০০ র বেশি আসন পাচ্ছে বলে বলা হচ্ছিলো। কিন্তু বাস্তবে ১০০ পার করতে পারেনি। আসানসোল পুরনিগমের ভোটে ১০৬ টি ওয়ার্ডেই দল জিতবে ও তৃণমূল কংগ্রেস পুর বোর্ড গঠন করবে।

দুয়ারে কাউন্সিলর ও পাড়ায় মেয়র প্রসঙ্গে তিনি বলেন, দিদির সমস্ত প্রকল্পগুলো বিজেপি নকল করছে। কন্যাশ্রীর নকল করে বেটি বাঁচাও বেটি পড়াও হয়েছিল। কিন্তু ফ্লপ প্রকল্প। ওদের মৌলিক কোনও চিন্তাভাবনা নেই। তার আরো কটাক্ষ বিজেপি এখানে হালে পানি পাবে না। তিনি সন্দেহ প্রকাশ করেন যে আসানসোল পুরনিগম ভোটে দ্বিতীয় স্থানেও বিজেপি থাকতে পারবে না। বিজেপি নেতারা পুরবোর্ড না ক্য়ারমবোর্ডের কথা বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *