সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন করা হল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সংগ্রামী নেত্রী থেকে রাজ্যের মসনদে বসা সেই মানুষটারই আজ জন্মদিন।১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্ম তাঁর। সেই হিসেবে পয়ষট্টি ছুঁয়ে ফেললেন জননেত্রী। আর তাই সারা রাজ্য সহ সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন করা হল ।এদিন সালানপুর ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে কেক কেটে সকলকে মিষ্টি মুখ করানো হয় ।সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং তথা বিজয় সিং তিনি নিজে আজ কেক কেটে সকল কর্মীদের সাথে জন্ম দিন পালন করেন ।
যদিও সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং মহাশয় এর জন্মদিনটিও আজকেই তাই তৃণমূলের সকল কর্মীরা একত্রিত হয়ে রাজ্যের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র জন্মদিন এর সাথে সাথে সবার প্রিয় ভোলা সিং এর জন্মদিন টিও পালন করে। তবে সকলে প্রশাসনিক নিয়ম মেনেই সামাজিক বিধি বজায় রেখে এই অনুষ্ঠান করেন ।একই সাথে পথচলতি মানুষকে মিষ্টি মুখ করানোর সাথে সাথে সকলকে মাস্ক বিতরণ করা হয় ।এদিনের এই অনুষ্ঠানে সালানপুর ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি ,আশু তেওয়ারী,বিজন নাথ, সাগর কুন্ডু ,সুভাষ মহাজন, বীর সিং, সহ অনেকেই উপস্থিত ছিলেন ।
এদিন ভোলা সিং জানানসংগ্রামী নেত্রী থেকে রাজ্যের মসনদে বসা সেই মানুষটারই আজ জন্মদিন। পয়ষট্টি ছুঁয়ে ফেললেও বয়স বাড়লেও পথে নেমে রাজনীতি করার ক্ষেত্রে এখনও যেন তিনি এগিয়ে। যে কোনও মিছিল-মিটিং-স্লোগানের মুখ ওই একটাই-মমতা বন্দ্যোপাধ্যায়।আর তাই সকাল থেকেই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা মাননীয়া কে শুভেচ্ছা জানাতে বিভিন্ন ভাবে দিনটি পালন করছি।সেইমত আমাদের এখানে সাধারণ মানুষকে মাস্ক পড়তে সচেতন করার সাথে সাথে মাস্ক প্রদান করা হল ।