আসানসোলে এবার দুয়ারে ভ্যাকসিন
বেঙ্গল মিরর , কাজল মিত্র :- পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যার প্রভাব পড়েছে জেলা স্বাস্থ্য আধিকারিকদের ওপর। শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার অনেক মানুষ এখনো টিকা নিতে পারেননি।অথবা বয়সের কারণে তারা টিকাপ্ৰদান কেন্দ্রে যেতে পারছেন না। যার ফলে জেলা প্রধান স্বাস্থ্য অফিস ও একটি এনজিওর সহযোগিতায়
সবাইকে টিকা দেওয়ার লক্ষ্যে টিকাদানের একটি মোবাইল ভ্যান উদ্বোধন করা হয়।
জেলা মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ ইউনূস বলেন, শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় অনেকেই ভ্যাকসিন নিতে পারেনি এবং অনেক জায়গায় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন বাকি রয়েছে।টিকার উদ্দেশ্যে কেয়ার ইন্ডিয়া নামের একটি এনজিওর সহযোগিতায় গ্রামীণ এলাকায় টিকা দেওয়ার জন্য তিনটি মোবাইল ভ্যান চালু করা হয়েছে।চিকিৎসক ও নার্সরা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন এলাকায় যাবেন এবং বিভিন্ন কারণে যারা ভ্যাকসিন পাননি তাদের টিকা দেবেন। প্রধান স্বাস্থ্য আধিকারিক বলেন, স্কুলের পাশাপাশি মোবাইল ভ্যানে করে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদেরও টিকা দেওয়া হবে।