PANDESWAR-ANDAL

জাতি শংসাপত্র বিতরণ কর্মসূচি পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে

কাজল মিত্র :– জাতি শংসাপত্রের জটিলতা সরলীকরণের পরেই বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছে যাচ্ছে তপশিলি জাতি উপজাতি শংসাপত্র। এই শংসাপত্র বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েত উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়,পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি সহ অন্যান্যরা ।তিনি নিজে হাতে প্রত্যেক পঞ্চায়েতে শংসাপত্র প্রাপকদের হাতে এই জাতি শংসাপত্র তুলে দেন ।

মূলত শুক্রবার হইতে শুরু হলো সাত দিনব্যাপী এই জাতি শংসাপত্র বিতরণ কর্মসূচি । আজ পাণ্ডবেশ্বর বিধানসভার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত, কেন্দ্রা গ্রাম পঞ্চায়েত, এবং নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচিটি হয় । মাননীয় বিধায়ক জানান,এর জাতি শংসাপত্র সাধারণ মানুষের অধিকার।কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকারের বিভিন্ন জটিলতার কারণে হাজার হাজার মানুষ এই শংসাপত্র থেকে বঞ্চিত হতেন।কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরলীকরণের ফলেই প্রতিটা মানুষের হাতে সহজলভ্যভাবে পৌঁছে যাচ্ছে এই জাতি শংসাপত্র।প্রতি ধাপে ধাপে বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতে প্রায়ই দু হাজার, কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতে ১২০০ এবং নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রায়ই ১৩০০ জাতি সংশাপত্র মানুষের হাতে তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *