আসানসোলে 200 জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল কর্পোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিজেপির ভাঙন থামার নামই নিচ্ছে না। রবিবার সন্ধ্যায় আসানসোলের জিটি রোডের পাশে অবস্থিত তৃণমূল দলীয় অফিসে একটি প্রোগ্রাম চলাকালীন 103 এবং 77 নম্বর ওয়ার্ডের কয়েকশো বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়, আসানসোল পৌর কর্পোরেশনের 106টি ওয়ার্ডের আহ্বায়ক ভি শিবদাসন দাসু, আইএনটিটিয়ুসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/01/IMG-20220109-WA0068-500x240.jpg)
এই উপলক্ষে,বিধান উপাধ্যায় বলেছেন যে আজ সাধন পালের নেতৃত্বে 103 নম্বর ওয়ার্ডের 100 জন কর্মী এবং 77 নম্বর ওয়ার্ডের একশো সমর্থকও দীপক সাওয়ের নেতৃত্বে টিএমসি-তে যোগ দিয়েছেন। বিধান উপাধ্যায় বলেন, আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন। সবাইকে দলে স্বাগত জানিয়ে তিনি বলেন,তাদেরও জনগণের সেবা করার সমান সুযোগ দেওয়া হবে।