RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলো প্রায় ৫০০ জন সমর্থক

বেঙ্গল মিরর, রাণীগঞ্জ, চরণ মুখার্জি, : রানীগঞ্জের মঙ্গলপুর রনাই এলাকায় 35 ওয়ার্ডের নির্বাচনের সমসাময়িক সময়ে বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলো প্রায় 500 জন সমর্থক। একই সাথে একই সাথে এদিন বিজেপির দলীয় কার্যালয় বিজেপির নেতা কর্মী যারা ছিল তারা তুলে দিল তৃণমূলের হাতে। মুহূর্তে বিজেপির দলীয় কার্যালয় রূপান্তরিত হল তৃণমূলের দলীয় কার্যালয়ে।

বুধবার এই দলীয় কার্যালয় উদ্বোধন করলেন রানীগঞ্জের বিধায়ক তথা আড্ডার এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তৃণমূলের সদ্য যোগ দেওয়া সদস্যদের মিষ্টিমুখ করিয়ে তাদের দলীয় কাজকর্মে বুঝিয়ে দিলেন বিধায়ক। বিধায়কের দাবি বিজেপি সর্বদাই বিভাজনের নীতিতে বিশ্বাসী তাই বিজেপির নেতৃত্ব কে কেউ পছন্দ করেনা, ও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ধারাবাহিকতা গড়ে তুলেছে সে বিষয়টি লক্ষ্য করেই আজ দিকে দিকে মানুষজন অন্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে।


সদ্য যোগ দেওয়া বিজেপি নেতা প্রশান্ত ঘোষ এর দাবি এলাকার উন্নয়নের কাজ করার জন্যই তিনি রাজনীতিতে এসেছেন কিন্তু বিজেপিতে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করা যাবেনা এই বিষয়ে লক্ষ্য করেই তিনি তৃণমূল দলে যোগ দিলেন একই সাথে আরো 500 জন সদস্য কেউ তিনি যোগ দেওয়া করেছেন বলেই দাবি করেন তাঁর বক্তব্যে। সেখানেই 89 নাম্বার ওয়ার্ডের শিব মন্দির রোড এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয় বিজেপি ও সিপিএম ছেড়ে 200 জন সদস্য তৃণমূলে যোগ দেয় তৃণমূল প্রার্থী শাহজাদার নেতৃত্বে।

বার্ণপুরের ঘটনায় চাঞ্চল্য, মায়ের মৃত্যুতে আত্মহত্যার চেষ্টা, মৃত দুই ভাই , হাসপাতালে ভর্তি বোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *