BARABANI-SALANPUR-CHITTARANJAN

বনদফতরের উদ্দ্যেগে বনরক্ষীদের প্রশিক্ষণ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি ঃ আসানসোল দুর্গাপুর বনদফতরের উদ্দ্যেগে বারাবনি ব্লকের গৌরান্ডি বিট অফিসে প্রায় ৩০ জন বনরক্ষীদের প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। তাছাড়াও পাশাপাশি বন ও বন্যপ্রাণীকে সংরক্ষণ নিয়ে সচেতনতা মূলক আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ানপুর ফরেস্ট রেঞ্জ অফিসার চিরঞ্জীব সাহা, জেলা পরিষদ উপাধ্যক্ষ তথা ব্লক সভাপতি মাননীয় অসিত সিংহ মহাশয় জেলা পরিষদের বন সংরক্ষণ কর্মাধ্যক্ষ পূজা মন্ডি,পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, গৌরান্ডি বিট অফিসার সুমন্ত দাস, সহ এলাকার বনপ্রেমী মানুষ জন উপস্থিত ছিলেন।

অন্য়দিকে আজ পানুরিয়া বনদপ্তর কার্যালয় হয়ে গেল একদিনের প্রশিক্ষণ শিবির সাধারণত যেসব পশু জন্তু জানোয়ার খাঁচাতে ধরতে পারা যাচ্ছে না সেইসব জন্তু-জানোয়ার কে বা পশু-পাখিকে বন্ধুকে সাহায্যে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে কাবু করা যায় এই নিয়ে প্রায় কুড়ি জন কর্মীকে প্রশিক্ষণ দেয়া হলো উপস্থিত ছিলেন আসানসোল রেঞ্জার অফিসার চিরঞ্জিত সাহা এছাড়া উপস্থিত ছিলেন পানুরিয়া বিট অফিসার সুমন্ত দাস ও সরিষা তুলি বিট অফিসার অসীম বাউরী।

Leave a Reply