কুলটির ৭০ নং ওয়ার্ডে বিজেপির ঝান্ডা ও ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ, এলাকায় উত্তেজনা
বেঙ্গল মিরর, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৩ জানুয়ারিঃ আসানসোল পুরনিগমের নির্বাচন দিন যত এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ চড়ছে। আসানসোল পুরনিগমের ৭০ নং ওয়ার্ডের কুলটির কেন্দুয়া বাজার এলাকায় বিজেপির প্রার্থী আদিত্য নারায়ণ শর্মার প্রচারের ব্যানার ও দলীয় ঝান্ডা খুলে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো। বুধবার রাতে কোন সময় এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার বিষয়ে বিজেপির তরফে কুলটি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে
এদিন ৭০ নং ওয়ার্ডের বিজেপি নেতৃত্ব তরফে জানানো হয়, আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী আদিত্য নারায়ন শর্মার নির্বাচনী প্রচার করার জন্য দলীয় ঝান্ডা ও ব্যানার লাগানো হয়েছিল। আর সেইসব ঝান্ডা ও ব্যানার বুধবার রাতের অন্ধকারে খুলে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওয়ার্ডের বিজেপি নেতৃত্ব ও প্রার্থীর অভিযোগ অসামাজিক কিছু ব্যক্তি এই কাজ করেছে। তবে তারা কারোর নাম নিতে চাননি ।এই বিষয়ে কুলটি থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করা হচ্ছে।
বার্ণপুরের ঘটনায় চাঞ্চল্য, মায়ের মৃত্যুতে আত্মহত্যার চেষ্টা, মৃত দুই ভাই , হাসপাতালে ভর্তি বোন