ASANSOLRANIGANJ-JAMURIA

পরিত্যক্ত চানকে পড়ে যাওয়া কিশোরকে কয়েক ঘণ্টার পর উদ্ধার করা হল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুড়িয়া : জামুরিয়ার শ্রীপুর এলাকায় তিনপটিয়া অঞ্চলে এক বছর সতেরোর মানসিক ভারসাম্যহীন কিশোর ইসিএলের পরিত্যক্ত চানকে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সোমবার রাত্রে এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সকলে স্থানীয়রা এই বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ প্রশাসন দমকল বিভাগ ও ইসিএল রেস্কিউ টিম কে এই ঘটনার খবর দেয়। চলে রাতভর বিস্তর তল্লাশি । পরে মঙ্গলবার সকাল ছটা নাগাদ বিশেষ ক্রেনের সাহায্যে ইসিএল রেস্কিউ টিম ওই পরিতক্ত খনি মুখ থেকে বছর 17 কিশোর এম ডি জাফর কে সুরক্ষিত ভাবে উদ্ধার করে।

মঙ্গলবার এই উদ্ধারের খবর চাউর হতেই সকলের মন খুশিতে ভরে ওঠে। পুলিশ প্রশাসন ও ইসিএল রেস্কিউ টিম কে সাধুবাদ জানাই সকলে। এদিকে ওই কিশোরকে উদ্ধার করার পরই তার শারীরিক অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে তাকে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে সুস্থতার জন্য নিয়ে যাওয়া হয়। তবে কেন কীভাবে ওই কিশোর ইপিএলের পরিত্যক্ত খাদানে পড়ে গেল তা নিয়ে নানান প্রশ্ন দানা বেঁধেছে। মঙ্গলবার সকালের উদ্ধারকার্যে এলাকার মানুষের ভিড় জমে যায়। উৎসুক মানুষেরা খাদান এর বাইরে উদ্ধারকাজ দেখার জন্য ভিড় জমায় শীতের কনকনে সকালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *