রানীগঞ্জের বাশড়া কোলিয়ারি খনিতে শ্রমিকের মৃত্যু
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: ইসিএলের কুনুষ্টরিয়া এরিয়ার বাশড়া কোলিয়ারি খনির সি পিটে শনিবার রাত্রে শারীরিক অসুস্থতার শিকার হয়ে মৃত্যু হল বছর 54 খনি কর্মী মুনুলাল মাঝির। এদিন তিনি খনি গহবরে কাজ করার সময় কয়লা খনির ভেতরে শারীরিক অসুস্থতার শিকার হন। বিষয়টি সহকর্মীরা লক্ষ্য করে খনি আধিকারিকদের জানালে তারাই তড়িঘড়ি ওই খনি কর্মীকে উদ্ধার করে বাশড়া এরিয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
শনিবার রাত্রে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খনি চত্বরে। এদিকে এই মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে মৃতের পোশের চাকরির দাবি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিক সংগঠনের সদস্যরা। পরে ইসিএল ম্যানেজমেন্ট উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।