BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে বাইক শোরুমের উদ্বোধন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর থানার অন্তর্গত সামডি বরতলা মোড়ের কাছে
বি কে মোটরস বাইক শো রুম এর নতুন করে আবার পথ চলা শুরু করল। শনিবার  দুপুর বারোটা নাগাদ ফিতা ও কেক কেটে শোরুমের উদ্বোধন করেন বারাবনি ব্লক তৃণমূল এর যুব নেতা মুকুল উপাধ্যায়,একই সাথে উপস্থিত ছিলেন সালানপুর 
পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল , সমাজসেবী ভোলা সিং সহ অন্যান্য  রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এদিন শো-রুম উদ্বোধন উপলক্ষে প্রায় শতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল ও বস্ত্র বিতরন করা হয়েছে ।একই সাথে বৃক্ষ রোপন করা হয় ।
এদিন শো রুমের কর্নধার ভোলানাথ গড়াই জানান এই শোরুম টি বহু বছরের পুরনো
যেটি আগুন লেগে শোরুমের দো তলার বহু গাড়ী পুড়ে ছাই হয়ে যায় যার পরে পুনরায় বহু কস্ট করে আবার শো রুমটির উদ্বধন আজ করা হল ।এই বাইক শো রুমটিতে সমস্ত কোম্পানির বাইক পাওয়া যায় যা আশেপাশের সমস্ত শো রুম থেকে খুবই কম দামে ।

Leave a Reply