Rupnarayanpur ফেরার পথে পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কয়েকজন দুর্গাপুরে নার্সিংহোমে ভর্তি, সিউড়ি বিয়ে বাড়ি গিয়েছিল
বেঙ্গল মিরর, পাণ্ডবেশ্বর ঃ- বিয়ে বাড়ি থেকে আসানসোলের রুপনারায়নপুরে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ির চালকসহ ৩ জনের। খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে সবাইকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করে বাকিদের আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রথমে ভর্তি করা হয় পরে পরিবারের সদস্যরা বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
রবিবার ভোরে দুর্ঘনটাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি কোলিয়ারি ৬০ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গেছে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে পেছন থেকে রুপনারায়নপুরগামি মারুতি ভ্যানটি সজোরে ধাক্কা মারায় ঘটে এই ঘটনা। ভোরে ঘন কুয়াশা ও ঝিরিঝিরি বৃষ্টির কারণে দৃশ্যমান অনেকটা কমে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
বীরভূম জেলার সিউড়ি থেকে পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুর ফিরছিল এক বিয়ে বাড়ি থেকে। মারুতি গাড়ির চালক সহ তিনজন যাত্রী মারা যায় যাদের নাম মৃদুলা দাস ও সিদ্ধার্থ রায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। চালকের নাম জানা যায় নি।