আসানসোলে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৫ জানুয়ারিঃ মোটরবাইক নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো বাইক চালকের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ে ২ নং জাতীয় সড়কে। আসানসোল উত্তর থানার কাল্লার বাসিন্দা মৃত বাইক চালকের নাম মুকেশ মন্ডল ( ৩০)।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![মোটরসাইকেল চালকের মৃত্যু](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/01/Screenshot_20220125-202950_Chrome-500x258.jpg)
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার করছিলো কাল্লার বাসিন্দা মুকেশ মন্ডল। ঘাঘরবুড়ি মন্দিরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। পরে দূর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে শীতলা গ্রামের কাছ থেকে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে।