BARABANI-SALANPUR-CHITTARANJAN

আছরা যোগেশ্বর ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে গঠিত হল সঞ্চালন কমিটি

কাজল মিত্র :-বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েতে অবস্থিত আছড়া যোগেশ্বর ইনস্টিটিউট হাই স্কুলে পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।বিদ্যালয়ের পরিচালকের জন্য গঠিত কমিটিতে সালানপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ফাল্গুনী কর্মকার ঘাসিকে সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। একই সাথে শিক্ষক-ইনচার্জ সাম্যসাচী মাহাতা কে সম্পাদক এবং বাপ্পা মিশ্র ও উজ্জ্বল মণ্ডলকে(পিআইই) দায়িত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন স্কুল সঞ্চালন কমিটির সভাপতি মনোতোষ মাহাতার কাছ থেকে লিখিত তথ্য হস্তান্তরের সময় নবনির্বাচিত সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসীকে অভিনন্দন জানান।অনুষ্ঠানে উপস্থিত জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়ের মানোনয়ন ও শিক্ষার উপর জোর দেওয়ার কথা বলেন। তিনি বলেন, বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসিকে বিদ্যালয় পরিচালক কমিটির সভাপতি করে আছড়া যোগেশ্বর ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সর্বাত্মক উন্নয়ন হবে,স্থাপনা ও অর্থনীতির দায়িত্ব সভাপতি ও সম্পাদকের উপর বর্তায়।

বিধায়কের নির্দেশে শিক্ষা ও বিদ্যালয়ের উন্নয়নকে আরও উন্নত করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।একই অনুষ্ঠানে নবনির্বাচিত বিদ্যালয়ের সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসী বলেন, বিদ্যালয়ের পরিবেশ উন্নত ও আধুনিক করার দিকেই প্রথম অগ্রাধিকার ও উদ্যোগ থাকবে। শিক্ষা ব্যবস্থা. প্রথমত, শীঘ্রই স্মার্ট ক্লাস করার মহড়া শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্ধেন্দু রায়,গৌরাঙ্গ তিওয়ারি, বাবলু ঘাসি ও বিদ্যালয়ের শিক্ষক সহ অভিভাবক গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *