চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় কর্মরত অবস্থায় গুরুতর জখম হলেন এক কর্মী
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-চিত্তরঞ্জন রেলকারখানায় প্রায়শই কোন না কোন দুর্ঘটনার ঘটনা ঘটতেই থাকে যার ফলে কেও না কেউ বিপদে ।শুক্রবার সকালেও কর্মরত অবস্থায় এক কর্মীর পায়ে ইঞ্জিনের সাইড ওয়াল পড়ার ফলে তার বাঁ পা ভেঙে যায় তাছাড়া ডান পায়ে ও গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে ।আজ ২৮ জানুয়ারি সকালের দিকে কারখানার ২৬ নম্বর শপে কাজ করছিলেন ক্রেন চালক অজেশ রাম(৩৯)।ক্রেনের সাহায্যে ইঞ্জিনের সাইড ওয়াল স্থানান্তরিত করার সময় এই ঘটনা ।
জানাজায় ইঞ্জিনের সাইড ওয়ালটি একস্থান থেকে অন্যস্থানে সরানোর সময় গড়িয়ে তার পায়ের উপর পড়ে যায় ।যার ফলে ভয়ানক এই দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে । কারখানা থেকে দ্রুত তাকে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ওই কর্মীর শারীরিক অবস্থা এখন ঠিক আছে বলে কারখানা সূত্রে জানা গেছে ।তবে চিত্তরঞ্জন কারখানায় সেফটি ব্যাবস্থা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন ।কাজের সময় কোন সেফটি নেওয়া হয়না যার ফলেই এইসকল দুর্ঘটনা ঘটতেই থাকে ।