জলাজমি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ,মহিলা ঘটিত কারণে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বাসুদেবপুর জেমারী এলাকায় এক যুবককে কুপিয়ে খুনকরা হয়েছে বলে অভিযোগ।ঘটনায় এলাকায় চাঞ্চল্য।ঘটনাস্থলে পুলিশ ফোর্স ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। দোষীদের গ্রেফতারের দাবি তোলেন এলাকার মানুষ।পরিবারের অভিযোগ তাঁদের ছেলেকে পরি কল্পিত ভাবে খুন করা হয়েছে।মহিলা ঘটিত কারণে এই খুন বলে দাবি পরিবারের।মৃত যুবকের নাম শেখ রাহুল ওরফে শেখ আরিফ জেমারী মূর্গা ডাঙ্গাল এলাকার বাসিন্দা।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
দোষীদের গ্রেফতারের দাবিতে আসানসোল চিত্তরঞ্জন মুখ্য সড়ক জেমারী মোড় রাস্তাটি অবরোধ করে।প্রায় মিনিট দশেক অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যাই।এখন পর্যন্ত এই ঘটনায় তাপস নাথ,সান্তনা নাথ,লালু সাধু,কালু নাথকে আটক করা হয় বলে জানা যায়।মৃত যুবকের বাবা শেখ আজাদ বলেন আগামী শুক্রবার থেকে তার ছেলে শেখ রাহুল নিখোঁজ ছিলো।নিখোঁজের অভিযোগও করা হয় সালানপুর থানায়।
আজ রবিবার জেমারীর আম বাগানের এক জলাজমি থেকে তার ক্ষত বিক্ষত মৃতদেহ মাটি চাপা অবস্থায় উদ্ধার হয়।তার মুখে রড ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে তারা হত্যা করা হয়।তিনি আরো বলেন সালানপুর থানায় নিখোঁজের অভিযোগ করতে গেলে পুলিশ তাদের সাথে দূর ব্যাবহার করে।তিনি আরো বলেন বাসুদেবপুর এলাকার মহিলা র সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো।সেই মহিলার স্বামী ও তার দুই বন্ধু সহ বন্ধুদের সঙ্গে নিয়ে হত্যা করে।