আসানসোলে ভোট প্রচারে বিধি ভঙ্গের অভিযোগ, মহকুমাশাসককে স্মারক লিপি সিপিএমের
রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩১ জানুয়ারিঃ সিপিএমের পক্ষ থেকে আসানসোলের মহকুমাশাসক তথা আসানসোল পুরনিগম নির্বাচনের মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার অভিজ্ঞান পাঁজার ( এমআরও) কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সিপিএমের নেতারা অভিযোগ করে বলেন, সিপিএম তথা বামফ্রন্টের প্রার্থীদের উপর আদর্শ আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।




পুরনিগম নির্বাচন হলেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও নেতারা নির্বিচারে কোন বিধি না মেনে কোড অফ কনডাক্ট ভেঙে ভোটের প্রচারে যাচ্ছেন। যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশেষ করে শাসক দলের নেতা ও কর্মীরা। পাশাপাশি আসানসোল পুরনিগম এলাকার সব হোটেল ও লজ পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা। নির্বাচনের ৭২ ঘণ্টা আগে যাতে বাইরে থেকে কোন বহিরাগতরা না থাকতে পারে। ছিলেন পার্থ মুখোপাধ্যায়, অরুণ পান্ডে, সত্যজিৎ চট্টোপাধ্যায় ও তাপস মুখোপাধ্যায় ।
পাড়ায় শিক্ষালয় : আসানসোলে গার্লস স্কুলের অভিভাবকদের তীব্র আপত্তি জানিয়ে ক্ষোভ