ASANSOLKULTI-BARAKAR

চৌরঙ্গি ফাঁড়িতে সিপিএমের ডেপুটেশন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়িতে সিপি এ মের পক্ষ থেকে বেশ কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হলো।এইদিন আসানসোল পৌরনিগমের ১৬ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যাকে তুলে ধরা হয় ডেপুটেশনের মধ্যে।এদিন উপস্থিত ছিলেন রাজ্যের ডি. ওয়াই.এফ.আই সভানেত্রী মীনাক্ষী মুখার্জী সহ আরো কর্মী সমর্থকরা।



এই ডেপুটেশন নিয়ে মীনাক্ষী মুখার্জী বলেন ১৬নম্বর ওয়ার্ড এলাকায় এতগুলি পাড়া বস্তি রয়েছে কিন্তু পৌরনিগমের আয়তে হলেও আজ পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি,মানুষরা পানীয় জল পাচ্ছে না,নেই ভালো রাস্তা,বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে,নেই কোনো হাইমাস্ লাইট, নেই বাসের ব্যাবস্থা।তাছাড়া বাইপাসের উপর প্রায় দিনই দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু ক্ষতিপূরণ রূপে যেই টাকা আহতদের পরিবারের মানুষদের পাওয়া উচিত তা কিছু সমাজ বিরোধী মানুষ কিছু রাজনৈতিক দলের নেতা দের সহযোগিতা নিয়ে নিজের পকেট ভরছে।যার মারা যায় তারা কিছু পায়না।কিন্তু যখন আমাদের দলের নেতা কর্মীরা তাদের সাহায্য করতে আসে তখন তাদের ধকম দিয়ে বলা হয় এখানে রাজনীতি করতে আসবেন না।এইসব বিষয়কে সামনে রেখে আজ একটি স্মারকলিপি তুলে দেওয়া হল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *