আসানসোল বাজারের আরো উন্নয়ন করা হবে : অমরনাথ চ্যাটার্জি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ( Asansol live News Today )আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমরনাথ চ্যাটার্জির সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় গাঁজা গলিতে একটি সভার আয়োজন করা হয়। এর আগে বাজারে মিছিল করে প্রচার চালান অমরনাথ চট্টোপাধ্যায়। সভার আয়োজনে মো. পারভেজ, মো. ইমতিয়াজ, ছোটা পুতুল, আমান, গোবিন্দ শর্মা, মনোজ শর্মার নবাবের সক্রিয় ভূমিকা ছিল। ওই সময় জগদীশ শর্মা, অরুণ শর্মা, মহেশ শর্মা সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ওই সময় অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ রাজ্য সহ শিল্পাঞ্চলে সর্বাত্মক উন্নয়ন কাজ হয়েছে। আজ আসানসোলে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, নির্মাণের ক্ষেত্রে সর্বাত্মক উন্নয়ন হয়েছে। আসানসোলের জেলা হাসপাতালকে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করা হয়েছে। শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। দরিদ্র পরিবারের শিশুরাও স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে তাদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ করছে। মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক প্রকল্প থেকে সকল শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছেন। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী এর মত অনেক স্কিম আছে।
তিনি বলেন, আসানসোলের বাজার নতুন করে গড়ে উঠবে। এই জন্য পরিকল্পনা প্রস্তুত রয়েছে। পাইকারি সবজি ও ফলের বাজার নগরীর বাইরে নিয়ে যাওয়ার দাবি জনগণের। সকলের সহযোগিতায় এটি করা হবে। সবার সহযোগিতা পেলেই বাজার ও শহরের উন্নয়ন হবে।