রানীগঞ্জে সিপিআইএম প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার তৃণমূলের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : আমার ও আমাদের দলীয় কর্মীদের দেওয়ালে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি আমরা যেখানে ফ্লেক্স ব্যানার পোস্টার দিচ্ছি সেই সকল বাড়ির সদস্যদের ভয় দেখানো হচ্ছে, কেন তাদের প্রচার করতে দেওয়া হচ্ছে বাড়িতে, আর এবার রাতের অন্ধকারে আমাদের দলীয় কার্যালয়ের সামনেই তৃণমূল দুষ্কৃতীরা আমার প্রচারের ফ্লেক্স ছিড়ে রাস্তার ওপর ফেলে দিয়েছে, বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী কল্লোল ঘোষ। তার দাবি তৃণমূল পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছে ,তাদের ব্যানার খুলে দিয়ে আসছে তারা ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাই বলেই দাবি করলেন কল্লোল ঘোষ।
তিনি এদিন হুঁশিয়ারি সুরে জানান 2015 য় বোমাবাজি করে ভোট লুট করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনকে প্রহসনের পরিণত করেছিল তৃণমূল এবার 2015 মত সন্ত্রাস চালাতে এলে তার যোগ্য জবাব তারা দিতে প্রতিরোধ বাহিনী গড়ে তুলবেন। বৃহস্পতিবার এই মর্মে রানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও সমগ্র এই বিষয় প্রসঙ্গে তৃণমূল প্রার্থী রাজু সিং সাফ জানিয়ে দেন এসকল কাজ তাদের কর্মীরা করেনা, তার উল্টো দাবি তাদের বিভিন্ন অংশে ছটি ব্যানার-পোস্টার এই কয়েকদিনে গায়ে হয়েছে আর বেশিরভাগ পোস্টার-ব্যানার সিপিএমের কার্যালয়ের সামনে বা বাড়ির সামনেই ছিল সে সকল এলাকা থেকে ব্যানার-পোস্টার গায়েব করেছে কেউ বা কারা কিন্তু আমরা তার জন্য কাউকে অভিযোগ জানাতে যায়নি।
এখানে চারটে পার্টি দাঁড়িয়েছে আমরা কাকে অভিযোগ করব কে কার ব্যানার খুলতে গেল পোস্টার খুলল এটা কি আমরা দিকে থাকবো। তিনি এদিন উল্টো অভিযোগ করে জানান মানুষ সবই জানে ঘরে ঘরে দিদির উন্নয়ন পৌঁছে গেছে আর সে সকল দেখেই সিপিএম ভয় পেয়েছে তাই কোনো নিয়মনীতি না মেনে সিপিএম ভোট প্রচার করছে বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবারের এই ঘটনার প্রেক্ষিতে রানীগঞ্জ থানার পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।
সিপিআইএম প্রার্থী কল্লোল ঘোষের অভিযোগ ২০১৫ সালে কর্পোরেশন ভোটের সন্ত্রাস চালিয়ে এই ওয়ার্ডটি দখল করেছিল শাসক দল। কিন্তু এবারে মানুষ সচেতন রয়েছে বলে জানান ।২০১৫ মত এবার এখানকার জনগনই সন্ত্রাস কে রুখে দাঁড়াবে। আমরা চাই ভোট সুষ্ঠু ও স্বাভাবিক ভাবে হয় ।মানুষ যাকে খুশি ভোট দিতে পারে এটি গণতান্ত্রিক অধিকার। ভোটে হারজিত তো আছেই তাহলে সন্ত্রাস করে ভোট লুট করে অগণতান্ত্রিক ভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে মানুষকে বঞ্চিত না করে।
এই পোস্টার ছেঁড়াকে ঘিরে এলাকায় উত্তেজনা ও বিক্ষোভ দেখায় সিপিএম কর্মীরা এবং রানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অন্যদিকে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজু সিং জানান আমরা প্রচারে ব্যস্ত কে বা কারা করেছে আমাদের জানা নেই ।আমাদের সময়ও নেই তারা আমাদের উপর মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কেন না তারা জেনে গেছে লোকসভা থেকে বিধানসভা একটিও সিট পাইনি সিপিআইএম। এবারও আসানসোল কর্পোরেশন একটিও সিট পাবে না ।তার জন্য তৃণমূলে উপর মিথ্যা অভিযোগ দিয়ে সহানুভূতি পাবার জন্য এইসব অভিযোগ গুলো করা হচ্ছে।