BARABANI-SALANPUR-CHITTARANJAN

তৃণমূল কংগ্রেসে প্রার্থীর সমর্থনে প্রচারে মন্ত্রী মলয় ঘটক ও জেলা সভাপতি বিধান উপাধ্যায়

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পৌরনির্বাচনের 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রাথী মুনমুনমুখার্জীর সমর্থনে নির্বাচনী প্রচারএ রাজ্যেরমন্ত্রী মলয়ঘটক ও পশ্চিমবর্ধমান জেলাতৃণমূল কংগ্রেস সভাপতি বিধানউপাধ্যায় সাথে কুলটি ব্লকতৃর্ণমূলকংগ্রেস সভাপতি বিমান আচার্য এবং 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসপ্রার্থী মুনমুন মুখার্জী সহ আরো অনেকে।

এই কর্মী সভাটি অনুষ্ঠিত হয় কুলটির চলবলপুরে একটি বেসরকারি হলে।এবং এই সভাতে সরকারি নানান যে উন্নয়নমূলক প্রকল্প গুলো তুলে ধরা হয়।তবে এই কর্মীসভাথেকে পশ্চিমবর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধান উপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী মলয়ঘটকের বার্তা যে তৃণমূল দলের থেকে যারা বেইমানি করে পৌরনির্বাচন এ নির্দলপ্রার্থী কে সহযোগিতা করছে তাঁদের নির্বাচনের পর দলের থেকে ব্যবস্থা নেওয়া হবে কারণ দলে থেকে বেইমানি করা চলবেনা।একইসাথে তিনি এও বলেন যে যারা নির্দল থেকে জয়ী হয়ে তৃর্ণমুলে আস্তে চাইবে তাঁদের কে তৃর্ণমূল কংগ্রেস দলে নেওয়া হবেনা বলে সাফ জানিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *