সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর প্রয়াত, শোকের আবহ দেশজুড়ে
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের আবহ দেশজুড়ে। রবিবার সকালে লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোটা দেশ শোকের ছায়া।গত এক মাস ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সরস্বতী পূজার দিন থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয় । . সরস্বতী পূজার একদিন পর জীবন্ত সরস্বতী দেশের মানুষকে আশ্চর্য করে দিয়ে চলে গেলেন। সূত্রের খবর, লতা মঙ্গেশকর সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৮ জানুয়ারি শনিবার রাতে লতা মঙ্গেশকরকে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ৯২ বছর বয়সী কোকিলকণ্ঠী করোনা আক্রান্ত হয়েছিলেন। পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। এরপর পরিবার কোনো ঝুঁকি নিতে চাইনি। লতা জিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। প্রথমে চিকিত্সকরা বলেন লতাকে ১০-১২ দিন আইসিইউতে রাখা হবে। তখন থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন মেলোডি কুইন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।