West Bengal

লতা মঙ্গেশকরের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আগামীকাল সরকারি অফিসগুলোতে অর্ধদিবসের ছুটি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : লতা মঙ্গেশকরের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আগামীকাল অর্ধদিবসের জন্য বাংলায় সরকারি অফিস ছুটি থাকবে।, দুদিনের জাতীয় শোক ঘোষিত হয়েছে। কোকিলকণ্ঠী, ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত গোটা জাতি। সারাদেশে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সারা দেশে দুই দিনের জাতীয় শোকের পাশাপাশি,পশ্চিমবঙ্গে কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে অর্ধদিবসের জন্য সরকারি অফিস খোলা থাকবে। দুপুর দুটোর পর থেকে সরকারি অফিসগুলোতে শ্রদ্ধা জানাতে ছুটি থাকবে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এই নির্দেশ জারি করেছেন।


রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, রাজ্য তৃণমূল সেক্রেটারি ভি. শিবদাসন দাসু, অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জি, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জি, ফসবেকি সভাপতি সুভাষ আগরওয়াল, আরপি খৈতান, ক্রেডাই-এর বিনোদ গুপ্ত, কোলফিল্ড টিম্বার অ্যাসোসিয়েশন সঞ্জয় তিওয়ারি, সমাজকর্মী কৃষ্ণ প্রসাদ, আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল , সম্পাদক শম্ভুনাথ ঝা, সিনিয়র সহ-সভাপতি ওম বাগরিয়া, মুকেশ টোডি, শ্রবণ আগরওয়াল, সতপাল সিং কির পিঙ্কি, মনোজ সাহা, পশ্চিম বর্ধমান জেলা চেম্বার জগদীশ বাগরি, ভি কে ঢাল, জামুরিয়া চেম্বারের সাধারণ সম্পাদক অজয় খৈতান, মহাবীর স্থানের অরুণ শর্মা, শিক্ষক মুকেজ ঝা ,মারোয়ারি যুব মঞ্চের সুদীপ আগরওয়াল, আনন্দ পারীক, রানিগঞ্জ চেম্বারের প্রাক্তন সভাপতি সন্দীপ ভালোটিয়া, শিখ ওয়েলফেয়ার সোসাইটির সুরজিত সিং মক্কর, যুব নেতা চাঙ্কি সিং প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে সবাই বলেন, তার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *