AMC POLLASANSOL

হিংসা মুক্ত পুর ভোট ও বুথে বুথে নিচ্ছিদ্র নিরাপত্তার দাবিতে মহকুমাশাসককে স্মারক লিপি জেলা বামফ্রন্টের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৭ ফেব্রুয়ারিঃ আসানসোল পুরনিগমের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। তার আগে সোমবার পশ্চিম বর্ধমান জেলা বামফ্রন্টের তরফে হিংসা মুক্ত নির্বাচন, বুথে বুথে নিচ্ছিদ্র নিরাপত্তা ও ভোটের তিনদিন আগে সব সমাজবিরোধীদের গ্রেফতার ও ভোটাররা নিজের ভোট যাতে বুথে গিয়ে নিজে দিতে পারেব তার দাবি জানানো হলো।

স্মারক লিপি জেলা বামফ্রন্টের

এদিন জেলা বামফ্রন্টের তরফে এইসব দাবি সহ একটি স্মারক লিপি আসানসোলের মহকুমাশাসক তথা আসানসোল পুরনিগম নির্বাচনের রিটার্নিং অফিসার অভিজ্ঞান পাঁজাকে দেওয়া হয়। তার আগে জেলা সিপিএমের নেতা পার্থ মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি মিছিল করা হয় আসানসোলের রবীন্দ্র ভবনে সামনে বিএনআর থেকে। মিছিলে বামফ্রন্টের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের সঙ্গে নেতা ও কর্মীরা ছিলেন।

সেই মিছিল আসানসোল আদালত চত্বরে মহকুমাশাসকের অফিসে গিয়ে শেষ হয়।
পার্থ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, আমরা চাই হিংসা মুক্ত নির্বাচন। সঙ্গে প্রতিটি বুথে নিচ্ছিদ্র নিরাপত্তা ও অপরাধীদের গ্রেফতার করা আমাদের দাবির মধ্যে রয়েছে।

বিজেপিকে কেউ আর গুরুত্ব দেয়না, মন্তব্য তৃনমুল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের

তৃণমূলের টিকিট পাওয়া মানে রেজিস্ট্রার তোলাবাজের সার্টিফিকেট পাওয়া” রাজ্য জুড়ে ক্ষোভ নিয়ে কটাক্ষ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *