RANIGANJ-JAMURIA

নিমচা তৃণমূল ও কেকেএসসির পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, আসানসোল ঃ এবার আসানসোল দক্ষিণ গ্রামীণ এলাকার রানীগঞ্জের জেমেরি গ্রাম পঞ্চায়েতের নিমচা তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের শ্রমিক সংগঠন কে কে এসির পক্ষ থেকে নিসর্গ অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করা হলো মঙ্গলবার। এদিন এই উদ্বোধন পর্বে বিশেষভাবে হাজির হন তৃণমূলের রাজ্য যুব নেত্রী সায়নী ঘোষ( Saayoni Ghosh), জেলা সভাপতি বিধান উপাধ্যায়, তৃণমূলের 106 টি ওয়ার্ডের কনভেনার ভি শিব দাসন দাশু, জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং, রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি, তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, এই কর্মসূচির উদ্যোক্তা তথা কেকেএসসির নিমচা শাখার সভাপতি অর্জুন সিং একযোগে এই অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন পর্ব সারেন।

এদিনের এই কর্মসূচিতে হাজির তৃণমূলের রাজ্য যুব নেত্রী সায়নী ঘোষ জানান মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড এর চিকিৎসার সঙ্গে সঙ্গেই নিমচা, চাপুই, জে কে নগর,জেমেরী, এলাকার মানুষ এই অ্যাম্বুলেন্স পরিষেবা পেয়ে থাকবেন, তার দাবি মূলত এই সকল এলাকা থেকে স্বাস্থ্য কেন্দ্রের দূরত্ব একটু বেশি থাকায় এই সকল অংশের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবার বিশেষ প্রয়োজন ছিল , সেই বিষয়টি নজরে রেখেই এলাকার মানুষের সহজে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য এই বিশেষ উদ্যোগ তারা নিয়েছেন।

সেখানে দিন এই উদ্বোধনী পর্বে যুবনেতা অর্জুন সিং জানান ফ্রী অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে পেরে আমরা গর্বিত তার দাবি এলাকায় আমাদের বিধায়ক না থাকার পরও আমরা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান এর সাথেও এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য সদা সচেষ্ট রয়েছি । এবার এই অ্যাম্বুলেন্স পরিষেবা এলাকার সাধারণ মানুষদের কে দিতে পারায় স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা, আশা করি এই অ্যাম্বুলেন্স পরিষেবা কে উপযুক্তভাবে কাজে লাগিয়ে এলাকার সুস্বাস্থ্য বজায় এর উদ্যোগ নেবেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *