AMC POLLASANSOL

নির্দল প্রার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত, সায়নী ঘোষের

আসানসোল পুরনিগম নির্বাচনে দলের প্রার্থীদের জেতানোর আহ্বান

বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ৮ ফেব্রুয়ারিঃ আসানসোল পুরনিগমের নির্বাচনে তৃনমুল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হয়েছে নির্দল প্রার্থীরা। কুলটি পুর এলাকার সাতটি সহ একাধিক ওয়ার্ডে শাসক দলের বিক্ষুব্ধ নেতা ও কর্মীরা টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে লড়ছেন।
পুর ভোটের প্রচারে এসে তৃনমুল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ আসানসোলে সেই সব নির্দল প্রার্থীদের কড়া ভাষায় হুঁশিয়ারী দিলেন। একইসঙ্গে দিলেন দল থেকে বহিষ্কারের মতো কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও।


মঙ্গলবার দুপুরে আসানসোলের জিটি রোডের বড় পোস্ট অফিস লাগোয়া তৃনমুল কংগ্রেসের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সায়নী ঘোষ বলেন, দলের যুব সংগঠন কোন নেতা ও কর্মী যদি পুর ভোটে নির্দল প্রার্থী হয়ে লড়াই করে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে না। ইতিমধ্যেই আমি দলের যুব সংগঠনের জেলা সভাপতি কৌশিক মন্ডলকে বলেছি, এমন কেউ থাকলে তাকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে। অন্য সংগঠনের কেউ এমন করলে, তারজন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য নেতৃত্ব আছেন। তারা তা দেখবেন। সায়নী ঘোষ যখন সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন, তখন তার সঙ্গে ছিলেন, জেলা সভাপতি বিধান উপাধ্যায়, আসানসোল পুরনিগমের দলের আহ্বায়ক তথা রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু, জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক ও দুই বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও হরেরাম সিং।


সায়নী ঘোষ আরো বলেন, নির্দল প্রার্থীরা প্রচারে বেরিয়ে বলছেন, আমাকে ভোট দিন। আমি জিতে তো তৃনমুল কংগ্রেসে চলে যাবো। তাহলে আসানসোলের মানুষদের বোঝা উচিত, নির্দল প্রার্থীরা কেমন? আসানসোলের ভোটারদের উচিত তৃনমুল কংগ্রেসের প্রার্থীদের ভোট দেওয়া। নির্দলদের ভোট দিয়ে কেন তারা নিজেদের ভোট নষ্ট করবেন।
সায়নী বলেন, এটা মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সব মানুষদের জন্য উন্নয়ন করছেন। সেখানে গত বিধান সভা নির্বাচনে বাংলার মানুষেরা বিজেপিকে প্রত্যাখান করেছেন। বিজেপির নেতাদের কথায় আর মানুষেরা গুরুত্ব দিচ্ছেন না। আসানসোলের পুর ভোটেও তাই হবে। তার দাবি, মানুষের উৎসাহ দেখে মনে হচ্ছে আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডেই তৃনমুল কংগ্রেস জিতবে।


এর আগে, এদিন সকালে সায়নী ঘোষ বার্ণপুরের সম্প্রতি হলে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের দলের প্রার্থীদের নিয়ে কর্মী সভা করেন। সোমবার তিনি তিন দফায় রানিগঞ্জ, জামুড়িয়া ও কুলটি পুর এলাকার দলের প্রার্থীদের নিয়ে সভা করেন। সব সভাতেই সায়নী ঘোষ দলের প্রার্থী ও নেতাদের ভোটে জেতার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *