AMC POLLASANSOL

তৃনমুল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচারে ঝড় তুললেন মন্ত্রী, অভিনেত্রী থেকে নেতারা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৯ ফেব্রুয়ারিঃ ( asansol news live today )আসানসোল পুরনিগম নির্বাচনের প্রচার শেষের একদিন আগে বুধবার সকাল থেকে ঝড় তুললেন মন্ত্রী, অভিনেত্রী থেকে সর্বস্তরের নেতারা। এদিন সকালে আসানসোল পুরনিগমের বার্ণপুরে ৭৮ নং ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। রোডশো ও মিছিলের পাশাপাশি তিনি এদিন সভাও করেন। এদিন সকাল থেকে রাত পর্যন্ত মন্ত্রী সবমিলিয়ে ১১ টি ওয়ার্ডে প্রচার করেন। মন্ত্রী সব সভা থেকেই বিজেপি ও কেন্দ্র সরকারকে আক্রমণ করেন।

তিনি, গত ১০ বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, আগে তা হয়নি। ২০২১ এর বিধান সভা নির্বাচনে অনেক প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ২০০ পার করার কথা বলেছিলো। কিন্তু তারা ১০০ ও পার করতে পারেনি। তিনি আরো বলেন, দিল্লি থেকে বিজেপিকে সরাতে না পারলে, দেশ বাঁচবে না। নরেন্দ্র মোদির সরকার সব বিক্রি করে দেবে।


এদিন আসানসোলের ১৩ নং ওয়ার্ডে দলের প্রার্থীর সমর্থনে প্রচার করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ৭৬, ৭৭ ও ৭৮ নং ওয়ার্ডে তৃনমুল কংগ্রেসের তিন প্রার্থীর হয়ে রোডশো করেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোাপাধ্যায়।


আসানসোলের ৬৩ নং ওয়ার্ডে দলের প্রার্থীর হয়ে প্রচার করেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ অভিজিৎ ঘটক। একইভাবে ১৭ নং ওয়ার্ডে দলের প্রার্থীর হয়ে প্রচারে অভিজিৎ ঘটকের সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের দলের আহ্বায়ক তথা রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু।


এদিন বিকালে কুলটির ১০২ নং ওয়ার্ডে সৌরভ মাজির হয়ে সভা করেন রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্না ও রাজ্য মুখপাত্র দেবু টুডু। দুজনেই রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি, কেন্দ্র সরকারের সমালোচনা করেন।
এদিন রানিগঞ্জে প্রচার করেন জেলা সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায়। একইভাবে জামুড়িয়া পুর এলাকায় দলের প্রার্থীদের হয়ে প্রচার করেন বিধায়ক হরেরাম সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *