AMC POLLASANSOL

প্রচারের শেষ লগ্নে পিছিয়ে নেই বামফ্রন্টও, আসানসোলে  প্রার্থীদের সমর্থনে রোডশো মীনাক্ষী মুখোপাধ্যায়ের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৯ ফেব্রুয়ারিঃ আসানসোল পুরনিগম নির্বাচনের প্রচারের একবারে শেষ লগ্ন। আর তাতে পিছিয়ে নেই অন্যতম বিরোধী দল বামফ্রন্টও। বুধবার সকালে আসানসোল শহরের ৫ টি ওয়ার্ডের বাম প্রার্থীদের হয়ে রোডশো করলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই ৫ টি ওয়ার্ডের প্রার্থীরা হলেন ৪৬নং ওয়ার্ডের সিপিআই প্রার্থী মধুছন্দা দাস, ৪৫নং ওয়ার্ডের সিপিএমের প্রার্থী চন্দ্রনাথ রায়, ৪৭নং ওয়ার্ডের সিপিএমের প্রার্থী জয়ন্ত চক্রবর্তী, ৮৪নং ওয়ার্ডের সিপিএমের প্রার্থী তন্ময় ওরফে রানা গাঙ্গুলী, ৪৮নং ওয়ার্ডের সিপিএমের প্রার্থী ভিক্টর আচার্য।


এদিনের শেষ লগ্নের প্রচারে মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে বাম প্রার্থীদের রোডশো ছিলো একবারে রঙিন ও বর্ণাঢ্য। হটন রোডের রেলের বুধা ফুটবল ময়দান মোড় থেকে এই রোডশো শুরু হয়। হুড খোলা গাড়িতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ৪৬ নং ওয়ার্ডের সিপিআই প্রার্থী মধুছন্দা দাস। রোডশো জিটি রোড, বস্তিন বাজার, রামধনী মোড়, হটন রোড ও এসবি গরাই রোড হয়ে আসানসোল জেলা হাসপাতালের কাছে ব্যারেট স্কুলের সামনে গিয়ে শেষ হয়। অন্যদের মধ্যে ছিলেন সিপিএমের জেলা নেতা পার্থ মুখোপাধ্যায়।
উল্লেখ করা যেতে পারে, আসানসোল পুরনিগম নির্বাচনে এবারের প্রচারে বামেদের অন্যতম মুখ হিসাবে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

সরস্বতী ঠাকুর বিসর্জন নিয়ে ব্যাপক উত্তেজনা, আহত 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *