AMC POLLASANSOL

আসানসোলে দলের প্রার্থীর হয়ে প্রচারে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ৯ ফেব্রুয়ারিঃ আর মাত্র একদিন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার পরে বন্ধ হয়ে যাবে প্রচার। তাই শেষ মুহুর্তের প্রচারে বুধবার সকাল থেকে জমজমাট আসানসোল পুরনিগম এলাকা।
বুধবার সকাল থেকেই আসানসোল উত্তর বিধান সভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে দলের প্রার্থীর হয়ে প্রচার করেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল ( Agnimitra Pal)


এদিন সকালে আসানসোল পুরনিগমের ৩০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী বীণা অধিকারীর হয়ে হুড খোলা গাড়িতে রোড শো করেন বিজেপি বিধায়ক। ছিলেন জেলা বিজেপির পরামর্শদাতা মিঠু ওরফে সুব্রত ঘাঁটি। সেই রোডশো রেলপারের গোপালনগর থেকে শুরু হয়। তা ডিপোপাড়া হয়ে আসানসোল স্টেশন সংলগ্ন রেল টানেলের কাছে গিয়ে শেষ হয়। এরপর আরো দুদফায় এদিন দুপুরে ৪০ নং ওয়ার্ডের রাখী কুশওয়া ও ৪৬ নং ওয়ার্ডের রিঙ্কু দাসের হয়ে রোডশো ও মিছিল করেন অগ্নিমিত্রা পাল।


এরপর এদিন বিকেল আরো তিনটি ওয়ার্ডের দলের প্রার্থীদের হয়ে প্রচার করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
বলা বাহুল্য, গত কয়েক দিন ধরে অগ্নিমিত্রা পাল আসানসোল পুরনিগম এলাকায় লাগাতার প্রচার করছেন।

Leave a Reply