ASANSOL

Asansol Election live: আসানসোলে বেলা গড়াতেই পারদ চড়ছে পুর ভোটের, বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১২ ফেব্রুয়ারিঃ Asansol Election live:
আসানসোল পুরনিগমের বার্ণপুর এলাকায় বুথ দখলের প্রতিবাদে হিরাপুর থানা ঘেরাও বিজেপির। নেতৃত্বে বিজেপির জেলা সভাপতি দিলীপ দে। অন্যদিকে, আসানসোল পুরনিগমের ২৯ নং ওয়ার্ডে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা। এলাকায় উত্তেজনা। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী গৌরব গুপ্তা জিতেন্দ্র তেওয়ারি ঘনিষ্ঠ। বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আসানসোল পুরনিগমের ১০৬ টা ওয়ার্ডে ভোট পড়েছে ৩১ শতাংশ।


এদিকে, আসানসোল পুরনিগমের ১৫ নং বিজেপি প্রার্থী আদর্শ শর্মার উপরে হামলার অভিযোগ শাসক দলের প্রার্থী শ্যাম সোরেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোলের কন্যাপুরে এদিন সকালে এগারোটার পরে। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ঘনিষ্ঠ বিজেপি প্রার্থীর দাবি, সশস্ত্র দূষ্কৃতিরা তার উপর হামলা করেছে। আমার ভাইয়ের মোবাইল ও স্কুটি ছিনিয়ে নেওয়া হয়েছে।

যদিও তৃনমুল কংগ্রেসের প্রার্থী এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে সকালে ভোট দিতে এসে আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের অভিযোগের পরিপ্রেক্ষিতে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আগে হোমওয়ার্ক করে আসুন। আমার আসানসোলে ভোটার লিস্টে নাম রয়েছে। পরীক্ষা করে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *