আসানসোলে দলের বিপুল জয়ের পরে ঘাঘড়বুড়ি মন্দিরে পুজো দিলেন মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৫ ফেব্রুয়ারিঃ আসানসোল পুরনিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পরে সোমবার বিকেলে “মা ঘাগরবুড়ি” মন্দিরে পুজো দিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা ৫০ নং ওয়ার্ডের জয়ী প্রার্থী অভিজিৎ ঘটক, প্রমোদ সিং, রুপেশ সাউ সহ অন্যান্যরা।
মন্ত্রী বলেন, এই জয় মা, মাটি ও মানুষের।আসানসোলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ও তাকে ভালোবেসে ভোট দিয়ে দলের ৯১ জন প্রার্থীকে জিতিয়েছেন।