BARABANI-SALANPUR-CHITTARANJAN

হিন্দুস্তান কেবলস লেক মার্কেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর তরফে
দুঃস্থ মানুষদের খাদ্য বিতরণ

বেঙ্গল মিরর , কাজল মিত্র, সালানপুর:-:-হিন্দুস্তান কেবলস কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর কারখানার পাশে জলাশয়ের ধারে গড়ে উঠেছে সাজানো গোছানো একটি পার্ক । যেটি হিন্দুস্তান কেবলস লেক মার্কেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্দোগে এই পার্কটি তৈরি করা হচ্ছে ।হিন্দুস্থান কেবলস বন্ধ হবার পর থেকেই লেক মার্কেটও বন্ধ হয়ে পরে তারপরেই ওই এলাকাটি সম্পুর্ন অন্ধকার ও ভুতুড়ে পরিবেশ হয়ে গেছিল।যার পরেই ওই এলাকার কিছু যুবক মিলে অ্যাসোসিয়েশন এর উদ্দোগে ওই ড্যাম্পের পাড় এর সোন্দর্যায়ন গড়ে তোলা হচ্ছে ।জানাগেছে ওই মার্কেট এলাকায় এখনো তিনটি পরিবার বসবাস করছেন ।

তাছাড়া বহুদিন ধরে সেখানে একটি বজরংবলীর মন্দির আছে।আর তাকে ঘিরেই হিন্দুস্তান কেবলস লেক মার্কেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর তরফে এবছরের ২৫ জানুয়ারি থেকে প্রতি মঙ্গলবার ধারাবাহিক ভাবে প্রায় ৪০০ ব্যক্তির দুপুরের আহারের ব্যবস্থা করে চলেছে ।অত্যন্ত যত্ন করে পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষদের এইভাবে খাদ্য যুগিয়ে চলেছেন তারা.তারা বলেন এর ফলে করোনার প্রভাবে কাজ হারানো বহু মানুষ এখানে অন্তত একদিন সুস্বাদু আহার পাচ্ছেন , আবার প্রায় জনশূন্য এই অঞ্চলের পরিবেশও কিছুটা সরগরম হয়ে উঠছে ।স্থানীয় বহু স্বেচ্ছাসেবী যুবক এই কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে নিয়েছেন।তারাই সতরঞ্চি পেতে,পানীয় জলের সুব্যবস্থা করে প্রত্যেককে যত্ন করে খাওয়াচ্ছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *