মাধ্যমিক পরীক্ষা ৭ ই মার্চ, অ্যাডমিট দেওয়া হবে ২৩ ফেব্রুয়ারি
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: (MADHYAMIK EXAM 2022) : ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা ২০২২-এর অ্যাডমিট কার্ড ( ADMIT CARD) দেওয়া হবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অ্যাডমিট কার্ড দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোর্ডের কার্যালয় থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন। প্রবেশপত্রে কোনো ভুল থাকলে ৪ মার্চের মধ্যে সংশোধন করতে হবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী বুধবার প্রবেশপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা ৭ ই মার্চ থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ইতিমধ্যেই পরীক্ষার রুটিন ঘোষণা করেছে বোর্ড। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে। চলবে বিকাল ৩টা পর্যন্ত। প্রশ্নপত্রটি শিক্ষার্থীরা প্রথম ১৫ মিনিট পড়বে। পরবর্তী তিন ঘণ্টা থাকবে লেখার জন্য।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন( WBBSE )
বোর্ডের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, এ বছর স্কুলের ৯,৯৯১ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। কোনো হোম সেন্টার নেই। কোভিড নিয়ম মেনে পরীক্ষা কেন্দ্র তৈরী করা হবে। ৭ মার্চ বাংলা বা হিন্দি (১ম ভাষা) পরীক্ষা। ৮ই মার্চ ইংরেজি। ৯ ই মার্চ ভূগোল। ১১ মার্চ ইতিহাস। ১২ ই মার্চ জীববিদ্যা। ১৪ ই মার্চ গণিত। ১৫ ই মার্চ পদার্থবিদ্যা। ১৬ ই মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।